বিটিএমএ প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের  নবনিযুক্ত গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে বিটিএমএ’র পরিচালনা পর্ষদের  কতিপয়  সদস্যদের  একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের  নবনিযুক্ত গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সাথে আজ ১৯-০৭-২০২২ তারিখে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারটি সৌজন্য সাক্ষাত হলেও  বিটিএমএ’র প্রেসিডেন্ট কর্তৃক মাননীয় গভর্নর মহোদয়কে রপ্তানি উন্নয়ন তহবিলের ( EDF) বিদ্যমান  ২৫ মিলিয়ন ডলার টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পর্যাপ্ত  নয় উল্লেখ করে তা বৃদ্ধির জন্য মাননীয় গভর্নর মহোদয়কে অনুরোধ করেন।

এছাড়াও UPAS/Deferred এলসি’র আওতায় BTMA সদস্য মিলগুলো র’ম্যাটেরিয়াল আমদানিতে মূল্য পরিশোধের মেয়াদ  বর্তমান ডলার সংকট মোকাবেলা  ও তার উত্তরণে সরকারকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে তার মেয়াদ  ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন নির্ধারণের অনুরোধ করেন।  অন্যদিকে  UPAS এলসি’র আওতায় ক্যাপিটাল মেশিনারী আমদানিতে  মূল্য  ১ বৎসরের স্থলে পরিশোধের মেয়াদ ২ বছর নির্ধারণ করার জন্য প্রেসিডেন্ট কর্তৃক মাননীয়  গভর্নর মহোদয়কে অনুরোধ করা হয়। বিটিএমএ কর্তৃক উত্থাপিত উক্ত  প্রস্তাবগুলিকে  অত্যন্ত যৌক্তিক এবং বিদ্যমান সংকট মোকাবেলায়  তা অবদান রাখবে  বলে মাননীয় গভর্নর সহমত  পোষণ করেন।

এরই প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে  রপ্তানি উন্নয়ন  তহবিলের  বিদ্যমান লিমিট ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত প্রদান করেন। UPAS/Deferred এলসির’র আওতায় বিটিএমএ’র সদস্যভুক্ত মিলগুলির  র’ম্যাটেরিয়ালের  আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে  ৩৬০ দিন করার লক্ষ্যে অতিদ্রুত  বাংলাদেশ  ব্যাংক থেকে একটি সার্কুলার জারী করা হবে মর্মে প্রতিনিধি দলকে জানান। এছাড়াও UPAS এলসি’র আওতায় ক্যাপিটাল মেশিনারী আমদানিতে  মূল্য পরিশোধের মেয়াদ ২ বছর নির্ধারণ করার জন্য দ্রুত তার দপ্তর হতে পদক্ষেপ নেয়া হবে মর্মে বিটিএমএ’র প্রেসিডেন্টকে অবহিত করেন।

মাননীয় গভর্নর  মহোদয়ের সাথে সৌজন্য  সাক্ষাতের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ  জামাল  এবং এডিশনাল ডাইরেক্টর জনাব হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।  বিটিএমএ প্রতিনিধি দলের সদস্য হিসাবে  জনাব  মোহাম্মদ ফজলুল হক ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ ,  জনাব মোঃ সালেউদ জামান খান, পরিচালক, বিটিএমএ, সৈয়দ এনায়েত কবির, পরিচালক, বিটিএমএ, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক, বিটিএমএ, ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত, পরিচালক, বিটিএমএ, জনাব মোঃ ফায়জুর রহমান ভুঞা, পরিচালক, বিটিএমএ, জনাব রাশিদুল হাসান রিন্টু, পরিচালক, বিটিএমএ,  জনাব মনসুর আহমেদ, অতিরিক্ত পরিচালক ও সিইও (ইনচার্জ) উপস্থিত ছিলেন।