২৭শে আগস্ট, ২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জনাব আবদুর রহমান খানের সঙ্গে বিটিএমএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট সাক্ষাত করেন

২৭শে আগস্ট, ২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জনাব আবদুর রহমান খানের সঙ্গে বিটিএমএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল সাক্ষাত করেন। এ সময় বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব মো. সালেউদ জামান খাঁন জিতু উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিকেএমইএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মো: হাতেম, বিটিটিএমএলএ’র সাবেক চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সোহেল, এবং বরতমান চেয়ারম্যান জনাব হোসেন মেহমুদ, লেদার গুডস এন্ড ফুডওয়্যার প্রতিনিধি ও বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুরুতেই ব্যবসায়ী নেতারা এনবিআর চেয়ারম্যানকে বলেন, কাস্টমস এর অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান। বিশেষ করে চট্টগ্রাম কাসটমস এর অনিয়ম ও দূর্নীতি খুব বেশী বলে উল্লেখ করেন। তাই ব্যবসায়ী নেতৃবৃন্দ বন্ড ও কাষ্টমস মেনেজম্যান্টকে দ্রুত reform করার পরামর্শ দেন। বিকেএমইএ’র প্রতিনিধি বলেন, ব্যবসায়ীদের মাঝেও অনেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করে থাকে। তাই এদেরকেও শাস্তির আওতায় আনা হোক। পাশাপাশি কাস্টমস এর ক্ষেত্রেও দূরনীতিবাজদের বিতাড়িত করার ব্যবস্থা গ্রহন করা হোক। ব্যবসায়ীরা আর.ও এবং এ.আর.ও দের অনাচার, প্রতিবন্ধকতা ও দূর্নীতি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোরালো দাবী জানান। ব্যবসায়ীরা পোর্ট, বন্ড ও এক্সপোর্ট ডিপার্টমেন্টকে reform করার কথা বলেন এবং আধুনিক ও ব্যবসা বান্ধব আইন করার প্রস্তাব করেন, যাতে ঘোষ লেনদেন বন্ধ হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা হলো high tax payer, দেশের অর্থনীতির চালিকাশক্তি। এনবিআরকে তাদের কথা শুনতে হবে, তাদেরকে facilitate করতে হবে। তিনি বলেন, উল্লেখিত অভিযোগ ও দূর্নীতি চলতে দেয়া যাবেনা। প্রয়োজনে যাদের বেতন দিয়ে চলবেনা, তাদের এনবিআর থেকে চলে যাওয়া উচিত। ব্যবসায়ী নেতাদের জোরালো দাবীর প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান সকল অভিযোগ ও দূর্নীতি দূর করার জন্য এনবিআর’র এর উদ্যোগে একটি Cell গঠন করার প্রস্তাব করেন। উক্ত Cell এ এনবিআরের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও পলিসি কর্মকর্তারা এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সেক্টরের প্রতিনিধি/Exporter প্রতিনিধিরা থাকবেন। এ ব্যাপারে একটি এ্যাপস্ তৈরী করা হবে। এ এ্যাপসটিতে অনিয়ম ও বিভিন্ন দূর্নীতির বিষয়ে এসএমএস করা যাবে । শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিরাই এ এ্যাপসটি ওপেন করতে পারবে। এ সময় উপস্থিত ব্যবসায়ীবৃন্দ NBR চেয়ারম্যানকে এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য ধন্যবাদ জানান।
বিটিএমএ’র প্রেসিডেন্ট জনাব জনাব শওকত আজিজ রাসেল এনবিআর চেয়ারম্যানের সাথে বিটিএমএ’র পক্ষ হয়ে আলাদাভাবে বৈঠক করার প্রস্তাব করেন যাতে বিটিএমএ’র বিভিন্ন সমস্যা সমাধানে গঠনমূলক আলাপ-আলোচনা করা সম্ভবপর হয়। এ সময় অন্যান্য সেক্টরের প্রতিনিধিরাও আলাদাভাবে NBR চেয়ারম্যান এর সাথে আলাদাভাবে বৈঠক করার প্রস্তাব করেন।
পরিশেষে এনবিআরের চেয়ারম্যান মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

error: Content is protected !!