রপ্তানি বাণিজ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রপ্তানি ট্রফি (ব্রোঞ্জ) গ্রহন করছেন বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট ,জনাব মো: সালেউদ জামান খাঁন। হোম ও স্পেশালাইজড টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড, টেরিটাওয়েল খাতে স্বর্ণপদক পাচ্ছে নোমান টেরিটাওয়েল মিলস লিমিটেড। সব ধরনের সুতা খাতে স্বর্ণপদক পেয়েছে বাদশা টেক্সটাইল লিমিটেড রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড ও এনজেড টেক্সটাইল লিমিটেড।
টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক পেয়েছে হা-মীম ডেনিম লিমিটেড, রৌপ্যপদক পেয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে আকিজ টেক্সটাইল মিলস লি:। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।