০৯.১২.২০২৪ইং; তেজগাও, ঢাকা: আহসানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ভিসি কনফারেন্স রুমে LMW Global FZE এর স্পন্সরশীপে এ. মতিন চৌধুরী অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক (বিভাগীয় প্রধান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) আহসানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আশরাফুল হক (উপাচার্য) আহসানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. মতিন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক, নিউ এশিয়া গ্রূপ। বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিশেষ করে বাংলাদেশে প্লাস্টিক ফাইবার উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিটিএমএ’র পরিচালক জনাব মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে টেক্সটাইল সেক্টরে সুতা ও সুতা দ্বারা উৎপাদন নির্ভর পন্যের উপর গবেষনার স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট, সনদ এবং প্রাইজমানী প্রদান করা হয়।