গত ২৫ অগাস্ট ২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জনাব আবদুর রহমান খানের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন । উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে বিটিএমএ’র সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই এর পরিচালক জনাব মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া অংশগ্রহন করেন । সভায় তিনি শুল্ক ও করমুক্ত সুবিধায় বা মিস ডিক্লারেশন বা অন্য যে কোন উপায়ে অবৈধভাবে আনীত সুতা, কাপড় এবং ড্রেস ম্যাটেরিয়েল স্থানীয় বাজারে বিক্রয় বন্ধ করার জন্য দেশের বিভিন্ন মোকামগুলিতে তল্লাশি অভিযান পরিচালনার অনুরোধ করেন । আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ফেব্রিকের ট্যারিফ ভ্যালু পূনঃনির্ধারন, ইউডি ব্যতীত বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সধারী প্রচ্ছন্ন রপ্তানিমুখী ফেব্রিক প্রস্তুতকারক ও তদসংশ্লিষ্ট মিল সমুহের জন্য ইউ.পি জারীর ক্ষেত্রে শুধুমাত্র ব্যাক-টু-ব্যাক এলসি কে Instrument হিসাবে গণ্য করে ইউপি জারী করা, আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য, এইচএস কোড ও পণ্যের বর্ণনাসংক্রান্ত জটিলতা দূর করাসহ অসৎ কর্মকর্তাদের নিয়মনীতির আওতায় নিয়ে আসার অনুরোধ জানান । এছাড়াও উৎসে কর বিধিমালা ২০২৪ এর আওতাধীন তুলা এবং সুতা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বিদ্যমান ১% এর পরিবর্তে ০.৫% ধার্যকরণ ও শিল্পোৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান ৩% এর পরিবর্তে ১% ধার্য করার বিষয়ে বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেন ।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকারে বিটিএমএ’র পক্ষ থেকে উপস্থাপিত বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এসব বিষয়ে যাতে কার্যকর পদক্ষেপ গ্রহন করা যায় সে বিষয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তাগন একমত পোষণ করেন ।