মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাপতিত্বে গত ১১ এপ্রিল ২০২২ তারিখ সোমবার বেলা ১১.০০ ঘটিকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি বিষয়ক একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বিদ্যুৎ ও গ্যাসের অভাবে কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতির বিরুপ প্রতিক্রিয়া সম্পর্কে তার মতামত প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিটিএমএ পরিচালনা পর্ষদের সদস্য ইঞ্জিঃ রাজিব হায়দার ও জনাব মোশারফ হোসেন এবং বিটিএমএ এর অতিরিক্ত পরিচালক ও সিইও (ইন-চার্জ) জনাব মনসুর আহমেদ।