আজ মাননীয় অর্থ মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি, মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এর সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেন বিটিএমএ’র সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী খোকন। এ সময় বিটিএমএ প্রেসিডেন্ট মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট জনাব সালেউদ্জামান খাঁন এবং বিটিএমএ’র পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান, বিকেএমইএ’র নির্বাহী প্রেসিডেন্ট জনাব মো. হাতেম, জনাব ছিদ্দিকুর রহমান, সাবেক ভাইস-প্রেসিডেন্ট, এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ।
উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৩০শে জানুয়ারী ২০২৪এ জারীকৃত এফই সার্কুলার নং-২ এর ক্রমিক নম্বর ৫ এর আওতাভুক্ত এইচএস কোডভুক্ত তৈরী পোষাককে নগদ সহায়তার আওতা বহির্ভুত রাখার কারনে সৃষ্ট নেতিবাচক দিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পণ্যগুলোকে পূর্বের ন্যায় বিকল্প নগদ সহায়তার আওতাভুক্ত করা, নগদ সহায়তার হার অপরিবর্তীত রাখাসহ সার্কুলারটি প্রত্যাহার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।