স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রে ডলারের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশী টাকা গ্রহণের দাবি জানিয়ে আসছিল নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএ। তবে এ দাবির বিরোধিতা করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয় বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ। চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রে ডলারের পরিবর্তে বাংলাদেশী টাকা গ্রহণ করলে প্রতি ১ বিলিয়ন ডলারে প্রায় ৭০০ কোটি টাকা লেকসানসহ একাধিক সমস্যার সম্মুখীন হবেন তারা। এলসি নিয়ে দুই সংগঠনের মধ্যে এ পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের নেতৃত্বে পোশাক ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি বৈঠক হয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন নিন্মের পত্রিকার ক্লিপ গুলোতে…