ব্যবসায়ী সমাজ কৃর্তক আয়োজিত দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন ১৪ই আগষ্ট ২০২৪

ব্যবসায়ী সমাজ কৃর্তক আয়োজিত দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন 14ই আগষ্ট ২০২৪, বিকাল 3টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এর সভাপতি জনাব মাহবুবুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু। সভার শুরুতে উপস্থিত ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বৈষম্য-বিরুধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সভায় বক্তব্য রাখেন ডিসিসিআইর সাবেক সভাপতি সবুর খান, এফবিসিসিআইর সাবেক সভাপতি জালাল উদ্দীন, এফবিসিসিআইর সাবেক পরিচালক আফজাল হোসেন, আব্দুল হাসান, আবদুল ওয়াহেদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ ডন, বিজিএমইএ,’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিটিএমএর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, প্রমুখ। সভায় দেশের সব খাতের প্রতিনিধিত্বকারী ব্যবসায়ী এবং আঞ্চলিক চেম্বারগুলোর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিটিএমএর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল বলেন, ব্যবসায়ী সমাজে দলমত নির্বিশেষে সত্যিকারের কোন প্রতিনিধি হতে হলে বুক ফুলিয়ে কথা বলতে হবে, ‘তালি’ আর ‘তেল’ মারাটা কমাতে হবে। তিনি সরকারের ট্যাক্স বিভাগের কর্মকর্তাদের ইনটেনসিভ দেয়ার বিষয়ে প্রতিবাদ জানান। সরকারী কর্মকর্তাদের কেন ইনসেনসিভ দিতে হবে, প্রয়োজনে সরকার কর্তৃক তাদের বেতন বাড়ানো হোক। এটা বন্ধ না হলে ব্যবসায়ী সমাজকে একত্রিত হয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনে হাইকোর্টে যাবার অনুরুধ জানান। তা’ছাড়া কাস্টমস্, এনবিআর কর্মকর্তা ও তাদের কার্যকলাপের অনিয়মের কথা তুলে ধরেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের পুলিশ বাহিনী আমাদের কখনও বন্ধু ছিলনা, সত্যিকার অর্থে বিপদের সময় ব্যবসায়ীদের পাশে ছিলনা। তিনি সরকারী কর্মকর্তাদের এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ব্যবসায়ী সমাজকে আহবান জানান।
সভায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা, সরকারী কর্মকর্তাদের অনিয়ম-দূনীতি দূরীকরণ ও ব্যবসায়ীদের বিভিন্ন সেক্টরের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুছের সাথে ব্যবসায়ী প্রতিনিধির নিয়ে বৈঠক করার জন্য এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টুকে দায়িত্ব নিতে বিশেষভাবে অনুরোধ করেন ।

error: Content is protected !!