বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে মতবিনিময় সভা

আজ সকাল  ১১.00 টায় বিটিএমএ প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে  ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জনাব ফখরুল আলম, কমিশনার অব কাস্টমস, কাস্টমস হাউস চট্টগ্রাম  এর সাথে কাস্টমস হাউস চট্টগ্রামের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । উক্ত মতবিনিময় সভায় বিটিএমএর প্রস্তাবিত নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ঃ

১. এস.আর.ও. নং- ১২০-আইন/২০২১/০৯/কাস্টমস, তারিখ: ২৪-০৫-২০২১ এর আওতায় সমিতির সদস্য মিল কর্তৃক নিজস্ব ব্যবহারের জন্য আমদানিকৃত যন্ত্রাংশ  শুল্কায়নকালে Respective এইচ.এস.কোডে অর্ন্তভুক্ত এবং এ ক্ষেত্রে মিথ্যে ঘোষনার মাধ্যমে আমদানির অভিযোগে অভিযুক্ত করে কারণ দর্শানোর নোটিশ জারীসহ জরিমানা প্রদান ব্যতিরেকে বিদ্যমান শুল্কহারে শুল্কায়নের মাধ্যমে চট্রগ্রাম বন্দর থেকে তা দ্রুততার সাথে খালাসের ব্যবস্থাকরণ ।

২. সমিতির সদস্যভুক্ত মিল কর্তৃক আমদানিকৃত Recycle Cotton কে Garnetted Stock এ শুল্কায়ন করে মিথ্যে ঘোষনায় আমদানির অভিযোগে অভিযুক্ত করে কারণ দর্শানোর নোটিশ জারীসহ জরিমানা প্রদান ব্যতিরেকে বিদ্যমান শুল্কহারে শুল্কায়নের মাধ্যমে চট্রগ্রাম বন্দর থেকে খালাসের ব্যবস্থাকরন।

৩. কাস্টম হাউস, চট্রগ্রাম কর্তৃক আমদানি পর্যায়ে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের (এইচ.এস.কোড ৫৫০৩.২০.০০) নমুনা পরীক্ষার পর শুল্কায়ন করার নির্দেশনার ফলে পণ্য ছাড়করনে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে বিধায় এর কারনে সৃষ্ট জটিলতা নিরসনে ব্যবস্থা করণ  ইত্যাদি।

কমিশনার অব কাস্টমস উপরোক্ত বিষয়গুলো খুব গুরুত্বের সহকারে শোনেন এবং উপরোক্ত বিষয়গুলো কিভাবে সহজ করা যায় এ ব্যাপারে উপদেশ ও পরামর্শ প্রদান করেন।  এছাড়াও তিনি ভবিষ্যতে এ সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন । মতবিনিময় সভাটি বেশ আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কাস্টমস হাউস চট্টগ্রাম  এর উচ্চপদস্থ কর্মকর্তাগন এবং বিটিএমএ এর প্রেসিডেন্ট মহোদয়ের সাথে জনাব মোঃ ফজলুল হক, ভাইস-প্রেসিডেন্ট, বিটিএমএ এবং জনাব আব্দুল্লাহ আল মামুন, ভাইস-প্রেসিডেন্ট, বিটিএমএ সহ বিটিএমএর পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন, জনাব সালেউদজ্জামান খান, জনাব মাসুদ রানা, জনাব এম. সোলায়মান, জনাব সৈয়দ এনায়েত কবির, জনাব ইঞ্জিঃ ইশতেহাক আহমেদ সৈকত, জনাব মনির হোসেন এবং বিটিএমএর অতিরিক্ত পরিচালক ও সিইও (ইন- চার্জ) জনাব মনসুর আহমেদ ও জনাব আলী আহমেদ, ডেপুটি সেক্রেটারী বিটিএমএ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!