“বিকল্প জ্বালানি হিসাব শিল্প খাতে এলপিজি ব্যবহার সংক্রান্ত খসড়া নীতিমালা – ২০২৩” প্রনয়নের জন্য গঠিত কমিটির সভা অনূস্ঠিত

গত ১৪/১২/২০২৩ তারিখ “বিকল্প জ্বালানি হিসাব শিল্প খাতে এলপিজি ব্যবহার সংক্রান্ত খসড়া নীতিমালা – ২০২৩” প্রনয়নের জন্য গঠিত কমিটির সভা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ভূ-তত্ব ভবন, হাইড্রো কার্বন ইউনিট, লেবেল-৭, সেগুন বাগিচা, ঢাকায় অনূস্ঠিত হয়। উক্ত সভায় সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ঠ ষ্টেক হোল্ডার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট এর পক্ষে প্রতিনিধিত্ব করেন ও মূল্যবান বক্তব্য রাখেন বিটিএমএ এর সম্মানিত পরিচালক ইন্জিনিয়ার রাজীব হায়দার ও জনাব আজিজুর আর চৌধূরী। উক্ত সভায় জনাব মো: শামীম খান, মহাপরিচালক, হাইড্রো কার্বন ইউনিট, সভাপতিত্ব করেন।

error: Content is protected !!