বিইআরসির ঘোষণা আসছে আজ, গ্যাসের দাম বাড়তে যাচ্ছে ১৮ শতাংশ

পেট্রোবাংলাসহ ছয় বিতরণ কোম্পানির প্রস্তাবের ভিত্তিতে মার্চে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক গণশুনানির আয়োজন করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানির পর গ্যাসের মূল্য গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি। এ প্রস্তাব পর্যালোচনার পর এখন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম গড়ে ১৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে আজই নতুন ঘোষণা দিতে যাচ্ছে বিইআরসি। বেলা ৩ টায় কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।
বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন নিন্মের পত্রিকার ক্লিপ গুলোতে….

error: Content is protected !!