গত ২০ শে আগষ্ট, ২০২৪ মঙ্গলবার ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ড. আহসান এইচ মনসুর এর সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি জনাব মাহবুবুল আলম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু, বিটিএমএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব মো. ফায়জুর রহমান ভূ্ঞা, বিকেএমইএর নির্বাহী সভাপতি জনাব মো. হাতেম, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসায়ীরা ব্যাংকিং খাত নিয়ে শংকা প্রকাশ করেন। ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে সরকারের অবস্থান জানতে চান ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা মুদ্রাষ্ফীতি কমিয়ে আনার তাগাদা দিয়েছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, তারা ব্যাংক থেকে টাকার জোগান কম পাচ্ছেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তি প্রদানের সময়সীমা ১৮০ দিন থেকে ৯০ দিনে কমিয়ে আনার বিষয়ে সঙ্কা প্রকাশ করেন ও খেলাপী ঋণ বেড়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে যারা দোষী শুধু তাদেরকেই ধরা হবে, মুদ্রাষ্ফীতি কমিয়ে আনার কৌশল অবলম্বন করা হবে, ব্যাংকে তারল্য ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়ে আনার চেষ্টা করা হবে, সমস্যাগুলোর বিষয়ে আইএমএফ এর সাথে আলোচনা করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে বর্তমান পরিস্থিতির অনেকটা অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন।