ন্ত্র খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে ন্যাশনাল ইনষ্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আ্যান্ড রিসার্চ (নিটার) খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে মনে করেন বাংলাদেশ টেক্সটাইল মিল
আ্যসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। মঙ্গলবার ঢাকার সাভারে নিটারের কেন্দ্রীয় খেলার মাঠে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের , শিক্ষার্থীদের
“নবীনবরণ ও পিঠা উৎসব ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট জনাব মো: ফজলুল হক এবং জনাব মো: ফায়জুর রহমান ভুঁইয়া । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ’র সম্মানিত পরিচালক জনাব খোরশেদ আলম ও জনাব মো: মনির হোসেন । নিটারের উক্ত নবীণ বরণ অনুষ্ঠানে বিটিএমএ’র পরিচালক জনাব মো: মনির হোসেন নিটারের মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুবিধার্থে ছাত্র-কল্যান তহবিলে ১০ লক্ষ টাকার চেক অনুদান হিসাবে নিটারের পরিচালকের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ করতালীর মাধ্যমে বিটিএমএ’র পরিচালক জনাব মো: মনির হোসেনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ অন্যান্যদের সাথে নিয়ে পিঠা উৎসবের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । উল্লেখ্য উক্ত নবীণ বরণ অনুষ্ঠানে নিটারের শিক্ষক-কর্মকর্তাসহ প্রায় ২২০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে নিটারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ প্রতিষ্ঠানের পক্ষে সম্মানিত অতিথিবৃন্দকে ক্রেষ্ট প্রদান করেন । অনুষ্ঠানের ২য় পর্যায়ে মনোমুগ্ধকর নিটারের একদল চৌকস ছাত্র-ছাত্রীবৃন্দ ফ্যাশন শো প্রদর্শন করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।