জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন এস.আর.ও নং-২৩৭-আইন২০১৮/৩৯/শুল্ক, বাতিলপূর্বক জারিতব্য নতুন প্রজ্ঞাপনের খসড়া চুড়ান্তকরণের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের একটি সভা আজ অনুষ্ঠিত হয়

স্থল কাস্টমস স্টেশন সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জুলাই, ২০১৮ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন এস.আর.ও নং-২৩৭-আইন২০১৮/৩৯/শুল্ক, বাতিলপূর্বক জারিতব্য নতুন প্রজ্ঞাপনের খসড়া চুড়ান্তকরণের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের একটি সভা জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অদ্য ১৩-১০-২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়।সভায় বিজেএমইএ, বিকেএমইএ, সরকারী ও আধাসরকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট বিটিএমএ এবং জনাব সাহিদ আলম, প্রাক্তন পরিচালক, বিটিএমএ উপস্থিত ছিলেন। উক্ত সভায় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এস.আর.ও নং ২৩৭-আইন ২০১৮/৩৯/শুল্ক এ বর্ণিত ১৮৪ টি স্টেশনের মধ্যে যে সকল স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ এবং অদূর ভবিষ্যতে চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, সে গুলো বিলুপ্তকরণ; কিছু স্টেশনের রুট হালনাগাদকরণসহ বিচ্ছিন্নভাবে একক পণ্য/সুনির্দিস্ট প্রকল্পের পণ্যচালানের জন্য ঘোষিত স্টেশনগুলোকে সমন্বিত করে একটি প্রজ্ঞাপন জারি করা।

সভায় সভাপতিত্ব করেন জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। বিটিএমএ সদস্য মিলের স্বার্থ ও বাস্তবতার নিরিখে সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রেসিডেন্ট মহাদয় সভায় উল্লেখ করেন যে, এই পদক্ষেপটি আরোও পূর্বেই নেওয়া প্রয়োজন ছিল। যা হোন তিনি সভাপতিকে অনুরোধ করেন যদি নতুন এস.আর.ও করা হয় তাহলে নতুন প্রজ্ঞাপনটি জারির সময় ১৭ই জুলাই, ২০১৮ তারিখে জারিকৃত এস.আর.ও ২৩৭ এর মাধ্যমে সুতা আমদানীর জন্য যে সকল স্থল বন্দর গুলোকে আওতা বর্হিভূত রাখা হয়েছে, দেশীয় শিল্পে নায্য স্বার্থ সংরক্ষনের জন্য জারীতব্য সার্কুলারে তা বহাল রাখতে হবে অর্থাৎ বতমানে Status-co বা স্থিতিবস্থা বজায় রাখতে হবে

error: Content is protected !!