স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে বাস্তবসম্মত ও সত্যিকার পরিসংখ্যান নির্ণয়ের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও অর্থনীতি বিটের সাংবাদিকরা। গতকাল রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ দাবি জানান বক্তারা। ‘ডব্লিউটিওর বাণিজ্যনীতি এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ শীর্ষক মিডিয়া কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইকুইটিবিডি ও ইআরএফ।
স্বাগত বক্তব্যে ইকুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ইকুইটিবিডি ও কোস্ট ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছে। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক ডব্লিউটিও সেল গঠনের দাবি জানিয়েছিলাম, যাতে ডব্লিউটিও বিষয়ক সমস্যাগুলো কার্যকরভাবে পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি দেনদরবার করার সক্ষমতা তৈরি করা যায়।’ বিস্তারিত…..