১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভুদ্যয় হয়েছিল। এই দিনে আমি এবং বিটিএমএ পরিবার গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, যার জন্ম না হলে আমাদের এ বিজয় অর্জন সম্ভব হতো না।
জাতির পিতা একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধশীল সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং আমি মনে করি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা তার অনেকটাই বাস্তবায়নে সফলতা অর্জন করতে পেরেছি। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা, চেতনা ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের টেক্সটাইল সেক্টর যথার্থ ভূমিকা পালনে এখন পর্যন্ত সক্ষম হয়েছে।
১৯৭১ সনে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই তারই প্রতিফলন হিসেবে আগামী ২০২৬ সনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হতে চলেছে। দারিদ্রের হার হ্রাস, নারীর ক্ষমতায়নসহ নানা সূচকে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
বিজয়ের এই মহান মাসে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতিত মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগ-তিতিক্ষায় অর্জিত হয়েছে এ বিজয় এবং বঙ্গমাতাসহ জাতির পিতার পরিবারের সকল সদস্য ও জাতীয় চার নেতাকে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে সর্বস্তরের জনগণকে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই বিজয় অর্জনে অবদান রেখেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
মোহাম্মদ আলী খোকন
প্রেসিডেন্ট, বিটিএমএ
বিটিএমএ ও পরিচালনা পর্ষদের পক্ষে