SAARC TRADE FAIR 2024, Colombo, Sri Lanka এ অংশগ্রহন উপলক্ষ্যে এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহাবুবুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

গক ৫ই মে ২০২৪ রোজ রবিবার SAARC TRADE FAIR 2024, Colombo, Sri Lanka এ অংশগ্রহন উপলক্ষ্যে এক সভা এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহাবুবুল আলমের সভাপতিত্বে এফবিসিসিআই, গুলশান অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বর্তমান SAARC Chamber এর প্রেসিডেন্ট জনাব জসিম উদ্দিন । সভায় বিটিএমএ পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন, ইন্জি: ইশতিয়াক আহমেদ সৈকত ও প্রাক্তন পরিচালক জনাব আবদুল্লাহ মো. জোবায়ের উপস্থিত ছিলেন। । উক্ত সভায় দেশের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সভায় কোন কোন শিল্প প্রতিষ্ঠান আগামী জুন 2024 সালে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য সার্র্ক চেম্বার মেলায় অংশগ্রহন করবে এবং মেলায় ষ্টল নিতে আগ্রহী তাদেরেকে দ্রুত SAARC Chamber এর প্রেসিডেন্ট জনাব জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য উক্ত মেলার সার্কভুক্ত আটটি দেশ যথা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান আফগানিস্থান, শ্রীলংকা ও মালদ্বীপ অংশগ্রহন করবে। উক্ত সার্কভুক্ত দেশ গুলো তাদের পণ্যের প্রচার, প্রসার ও অধিক মুনাফা/বিক্রির আশায় উক্ত মেলায় ষ্টল নিয়ে তাদের পন্যের প্রদর্শনী করবেন । উক্ত মেলায় অংশগ্রহনইচ্ছুক বিটিএমএ’র সদস্য মিলসমুহের তালিকা SAARC Chamber এর প্রেসিডেন্ট জনাব জসিম উদ্দিনের কাছে দ্রুত প্রদান করা হবে বলে বিটিএমএ পরিচালক ইন্জি: ইশতিয়াক আহমেদ সৈকত এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহাবুবুল আলমকে অবহিত করেন। উল্লেখ্য, শ্রীলংকায় অনুষ্টিতব্য সার্ক ট্রেড মেলা 2024 এ বিটিএমএ’র সভাপতি জনাব মোহাম্মদ আলী খোকন যোগদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।