গত ৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখে International Cotton Association (ICA) এর প্রেসিডেন্ট Mr. Alex Shih–Kang Hsu এবং ব্যবস্থাপনা পরিচালক Mr. Bill Kingdon বিটিএমএ’র কনফারেন্স রুমে একটি সভায় অংশগ্রহন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন। সভায় বিটিএমএ’র সম্মানিত বোর্ড অব ডাইরেক্টরস, প্রাক্তন প্রেসিডেন্ট ও বিটিএমএ’র অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ICA এর Contract এ্ Rules and By-Laws পরিবর্তন ও সংশোধন ও ICA কটন আমদানীকারকদের সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ICA প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালককে সুপারিশ করা হয় ।