BTMA প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন DBC News টেলিভিশনে “মহামারী বাজেটে প্রত্যাশা মিটবে কী” উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আজ ৩রা জুন ২০২১ ইং তারিখে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন DBC News টেলিভিশনে ইসলামি ব্যাংক টালিখাতা অনুষ্ঠানে Live এ যুক্ত হয়ে “মহামারী বাজেটে প্রত্যাশা মিটবে কী” উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। BTMA, President মূলতঃ আসন্ন বাজেটে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, কালো টাকা সাদা করার জন্য শিল্প খাতকে Priority দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

error: Content is protected !!