অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিল্পোদ্যোক্তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক-২০২১ প্রদান করা হয়েছে। এবার ছয় ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে এ পদক প্রদান করে শিল্প মন্ত্রণালয়।
সোমবার (২২ মে) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ পদক তুলে দেওয়া হয়।
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ বা এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি পদক গ্রহন করছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন ।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুর হোসেন, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনন শিল্পসচিব জাকিয়া সুলতানা।