রপ্তানি মূল্য যথাযথভাবে প্রত্যাবশিত না হওয়া এবং শুল্ক ও আয়কর বিষয়ে বিরাজমান সমস্যা সংক্রান্ত মতবিনিময় সভা আজ জনাব মাহবুবুল আলম, সভাপতি এফবিসিসিআই এর সভাপতিত্বে এফবিসিসিআই এর গুলশান কার্যালয় (টাওয়ার অব আকাশ, লেভেল-9, প্লট-54, রোড-132, গুলশান এভিনিউ, গুলশান-1,) ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন বিটিএমএ’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর ডাইরেক্টর জনাব মোহাম্মদ আলী খোকন । অন্যান্যদের মধ্যে সভায় অংশগ্রহন করেন জনাব ফারুক হাসান সভাপতি, বিজিএমইএ, ব্যারিস্টার মো: সামির সাত্তার সভাপতি, ডিসিসিআই, জনাব ওমর হাজ্জাজ, সভাপতি, সিসিসিআই, জনাব মো: সাইফুল ইসলাম, সভাপতি, এমসিসিআই, ঢাকা এবং অনলাইনে জনাব মো: শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি, সাবেক সভাপতি, এফবিসিসিআই।