আজ ১৪ই ডিসেম্বর, ২০২১ তারিখে মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট, বিটিএমএ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সহিত সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট, বিটিএমএ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনেক ব্যস্ততার মধ্যেও সাক্ষাৎ ও আলোচনার জন্য সময় প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সাক্ষাৎকালীন সময় প্রেসিডেন্ট, বিটিএমএ টেক্সটাইল সেক্টরের সুষ্ঠু পরিচালনা ও বিকাশ অব্যাহত রাখার লক্ষ্যে নিন্মোক্ত কতিপয় বিষয় জরুরী ভিত্তিতে বিবেচনার জন্য উত্থাপন করেন-
১. কাঁচা তুলা H.S Code ভুক্ত ৫৫০৩.২০.০০, ৫৫০৪.১০.০০, ৫৫০৪.৯০.০০, ৫৩০১.২৯.১০, ৫৩০১.২১.০০ ভূক্ত ফাইবারসহ, সুতা তৈরীতে ব্যবহৃত যে কোন ফাইবার যা সুতার তৈরীর উদ্দেশ্যে আমদানি হবে তাকে শুল্ক ও করমুক্তভাবে আমদানির সুবিধা প্রদানসহ সকল প্রকার সুতা তা যে কোন ফাইবার দ্বারাই তৈরী হোক না কেন, তার মূসক কেজিতে ৩ টাকা নির্ধারণ।
২. টেক্সটাইল খাতের স্পিনিং, উইভিং ও প্রসেসিং মিলে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত যন্ত্রাংশকে, ক্যাপিটাল মেশিনারিজের অনরূপ ১ শতাংশ শুল্কে আমদানির অনুমতি প্রদান ও
৩. বেনাপোল, ভোমড়া ও সোনামসজিদ দিয়ে তৈরী পোশাক শিল্পের তুলা, সুতা, কাপড় আমদানির অনুমতি দেয়া নিয়ে বিটিএমএর নীতিগত কোন আপত্তি নেই। কিন্তু এ ক্ষেত্রে উল্লিখিত স্থল বন্দরগুলোর অবকাঠামোর উন্নয়ন নিশ্চিতসহ বেনাপোল, ভোমড়া ও সোনামসজিদ স্থল বন্দরে সুতার কাউন্ট পরিমাপক যন্ত্রের প্রাপ্যতা (Availability) নিশ্চিতসহ দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ এবং উক্ত স্থল বন্দরগুলি দিয়ে সুতার আমদানি সার্বক্ষণিকভাবে মনিটরিং এর জন্য একটি স্থায়ী মনিটরিং কমিটি গঠনসহ উক্ত সুতার Partial আমদানির অনুমোদন না দেয়া ।
বিটিএমএ হতে প্রদত্ত উক্ত প্রস্তাবনাগুলি চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং প্রস্তাবনাসহ যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতের সময় বিটিএমএ প্রেসিডেন্টের সহিত জনাব খোরশেদ আলম, জনাব সালেহউদ জামান, ডিরেক্টর, বিটিএমএ, জনাব মনসুর আহমেদ, অতিরিক্ত পরিচালক ও সিইও (ইন-চার্জ), বিটিএমএ উপস্থিত ছিলেন।