বিটিএমএ প্রেসিডেন্ট, মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে বিটিএমএ’র পরিচালনা পর্ষদের একটি জরুরী সভা ঢাকার বনানীতে অবস্থিত, হোটেল গোল্ডেন টিউলিপে অনুষ্ঠিত হয়।

আজ ১২ই অক্টোবর, ২০২১ ইং তারিখে বিটিএমএ’র পরিচালনা পর্ষদের একটি জরুরী সভা ঢাকার বনানীতে অবস্থিত, হোটেল গোল্ডেন টিউলিপে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ প্রেসিডেন্ট, মোহাম্মদ আলী খোকন। সভায় আরও উপস্থিত ছিলেন বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট, জনাব আব্দুল্লাহ আল মামুন ও জনাব ফজলুল হক। এছাড়াও বিটিএমএ’র অন্যান্য সদ্যস্য মিলের সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে তুলার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রেসিডেন্ট মহোদয় সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের অবহিত করেন যে খুব সহসাই তুলার মূল্য হ্রাসের বিষয়ে কোন ইঙ্গিত নেই। ফলে সদস্যবৃন্দ যাতে তুলা ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। এ ছাড়াও তিনি জানান যে,কোন মিল যদি এখন তুলা ক্রয় করেন তাহলে উক্ত তুলা আগামী ৬০ দিন পর মিলে আসবে। এরই প্রেক্ষিতে তিনি সকল স্পিনিং মিলের সদস্যদের অনুরোধ করেন যাতে ইতোমধ্যে যে সকল মিল তুলার জন্য এলসি করেছেন এবং যেহেতু উক্ত তুলা ৬০ দিন পর মিলে আসবে তাই কোন স্পিনিং মিল যদি কোন তৈরী পোশাক প্রতিষ্ঠানে রপ্তানির উদ্দেশ্যে পি.আই ইস্যু করে থাকেন তারা যেন উক্ত সময়ের মধ্যে তাদের ইস্যুকৃত পি.আইতে উল্লিখিত সকল শর্তকে Honor করেন। এছাড়াও সভায় দেশের তৈরী পোশাক প্রতিষ্ঠান গুলোকে তাদের পণ্যের মূল্য নির্ধারণে বর্তমান ও আগামীর তুলার মুল্য ও প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়ে Pricing করার জন্য অনুরোধ করা হয়। সভায় বিটিএমএ প্রেসিডেন্ট মহোদয়কে বিজিএমইএ ও বিকেএমইএ লিডারশীপ এর সাথে ঘনঘন সভা আয়োজনের মাধ্যমে তাদের কে আপডেট রাখার অনুরোধ করেন।

error: Content is protected !!