৯ই মে, ২০২৪: আজ বানিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড প্রদান অনুষ্ঠান ঢাকাস্থ হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আহসানুল ইসলাম টিটু, মাননীয় বাণিজ্য মন্ত্রী সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড প্রদান করেন। অনুষ্ঠানে বিটিএমএ’র প্রেসিডেন্ট ও ম্যাকসন্স ষ্পিনিং মিলস লি: এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন (সিআইপি)এর পক্ষে সম্মাননা গ্রহন করেন জনাব নাভিল হাসান নরিত, পরিচালক, (ইনটারন্যাশনাল মার্কেটিং)এ্যাপারেলস ডিভিশন, ম্যাকসন গ্রুপ।উল্লেখ্য জনাব নাভিল হাসান নরিত, বিটিএমএ’র প্রেসিডেন্ট ও ম্যাকসন্স ষ্পিনিং মিলস লি: এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন এর সুযোগ্য কনিষ্ঠ পুত্র। অনুষ্ঠানে বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব মো: সালেউদ জামান খাঁন ও জাবের জোবোয়ের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ মো. জোবায়েরকে ও সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড প্রদান করা হয়।