আজ ১৫ ই আগস্ট বাঙালী জাতির ইতিহাসে এক মর্মান্তিক ও কলঙ্কজনক অধ্যায়ের ঘটনা । এই দিনে বাঙালী জাতির স্রষ্টা মুক্তিযুদ্ধের মহান নায়ক , স্বাধীনতার স্থপতি , হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ঘাতকদের নির্মম হত্যাকান্ডে শাহাদাৎ বরণ করেন । তাঁর এই হত্যাকন্ডের মাধ্যমে ঘাতকচক্র বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে যেভাবে ধ্বংস করতে চেয়েছিল তা মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে সম্ভব হয়নি। বরং তাঁর সুযোগ্য কন্যা, দেশরত্ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ২০৪১ সনের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
বিটিএমএ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টার অংশীদার হতে পেরে গর্ববোধ করছে । শোকের এই দিনে আমরা বিটিএমএ পরিবার থেকে বঙ্গবন্ধু ও তাঁর সাথে তাঁর পরিবারের যারা নৃশংসভাবে হত্যাকান্ডের স্বীকার হয়ে শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোককে শক্তিতে পরিণত করার অঙ্গীকার করছি ।
মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট ,বিটিএমএ
ও পরিচালনা পর্ষদ, বিটিএমএ