পুরস্কার পেল ৩০ শিল্প কারখানা- প্রথমআলো

ছয়টি খাতের ৩০টি প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চ্যুয়াল যোগ দেন। ……………..

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে রপ্তানিমুখী পোশাকশিল্পের রেমি হোল্ডিংস, তারাসিমা অ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ভিনটেজ ডেনিম স্টুডিও, এ আর জিনস প্রোডিউসার, করণী নিট কম্পোজিট, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল (ইউনিট-৩), ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স, স্নোটেক্স আউটারওয়্যার এবং অকো-টেক্স। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের হবিগঞ্জ অ্যাগ্রো, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং ইফাদ মাল্টি প্রোডাক্টস পুরস্কার পেয়েছে। বিস্তারিত…..

error: Content is protected !!