দেশে উৎপাদিত পণ্যে সম্পূরক শুল্ক থাকা উচিত নয় – বণিকবার্তা

দেশীয় শিল্পের উন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে কোনো সম্পূরক শুল্ক থাকা উচিত নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। গতকাল বিকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাজেট, আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য করবিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এমন মন্তব্য করেন তারা।
বৈঠকে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন আগামী বাজেটে ম্যান মেড ফাইবারের ওপর শুল্ক প্রত্যাহার, স্পেয়ার পার্টস আমদানিতে শুল্কের একক হার এবং ২০৩০ সাল পর্যন্ত বস্ত্র খাতে ১৫ শতাংশ করপোরেট কর বহাল রাখার দাবি জানান।
স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, কমিটির সদস্য ও ফিকির পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এমএ রাজ্জাক খান রাজ, পরিচালক হারুন অর রশীদ, আমজাদ হোসাইন, মো. নাসের, ড. নাদিয়া বিনতে আমীন, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান ও এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক। বিস্তারিত জানতে চোখ রাখুন বনিকবার্তার পত্রিকার ক্লিপে।

error: Content is protected !!