গত ২ অক্টোবর, ২০২২ তারিখ সকাল ১১.০০ টায় ঢাকার গুলশানে অবস্থিত দি ওয়েষ্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও জিআইজেড (জার্মান কোম্পানী) এর উদ্যোগে Web Portal on “Setting up a Factory in Bangladesh” Licensing, Certification and Registration এর শুভ উদ্ভোধন করেন সিপিডি’র রিচার্স ডাইরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। উক্ত অনুষ্ঠানে বিটিএমএ’র সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন এবং বলেন সেবা সংক্রান্ত বিভিন্ন দপ্তরগুলোর অব্যবস্থানার কারণে ব্যবসা বাণিজ্যের কোন ধরনের অগ্রগতি হচ্ছে না যা খুবই দু:খজনক।
এ ছাড়াও বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান, বিকেএমইএর এর নির্বাহি সভাপতি জনাব এম, হাতেম ও অন্যান্য ষ্টেক হোল্ডারের সম্মানিত প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা RMG, Pharmaceutical, Leather and Food Processing Sector এ ফ্যাক্টরী লাইসেন্স/সনদপত্র, রেজিষ্টেশন, ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করতে হয়, এ সকল প্রয়োজনীয় সনদপত্র প্রাপ্যতার ক্ষেত্রে সীমাবদ্ধতা কি ও ব্যবসা বাণিজ্য কিভাবে আরো সহজ করা যেতে পারে এ সকল বিষয়ে বক্তব্য রাখেন । সিপিডি উপস্থাপক জনাবা হেলেন মাশিয়াত প্রিয়তি এ সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্যাবলী www.factorystupbd.com এ পাওয়া যাবে বলে জানান। বিস্তিারিত জানতে চোখ রাখুন নিন্মের পত্রিকার ক্লিপ গুলোতে….