জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ’‘ বঙ্গবন্ধূ ও তৎকালীন আন্তর্জাতিক বিশ্ব “ শীর্ষক আলোচনা সভা

নিটার কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ’‘ বঙ্গবন্ধূ ও তৎকালীন আন্তর্জাতিক বিশ্ব “ শীর্ষক এক আলোচনা সভা গত ২০শে আগষ্ট ২০২৩ তারিখ সাভারে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট – নিটারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আলী খোকন, চেয়ারম্যান, গভর্নির বডি, নিটার ও প্রেসিডেন্ট বিটিএমএ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রহমান, পরিচালক, নিটার এবং অধ্যাপক ড. মো; রেজাউল ইসলাম (শামীম রেজা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

error: Content is protected !!