জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট (নিটার) এর চুক্তির নবায়নের বিষয়ে সভা

আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)’র কাওরান বাজারস্থ অফিসে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট (নিটার) এর চুক্তির নবায়নের বিষয়ে এক সভা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিএমএ ‘র সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, বিটিএমএসির প্রজেক্ট্ ডাইরেক্টর জনাব কাজী ফিরোজ হোসাইন ও জনাব আলমগীর হোসাইন মূখ্য পরিচালন কর্মকর্তা, বিটিএমসি।
সভাশেষে বিটিএমএ’র প্রেসিডেন্ট মহোদয়কে ক্রেস্ট প্রদান করেন বিটিএমসি’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক। উল্লেখ্য বিটিএমএ ও বিটিএমসির মধ্যে নিটারের বিষয়ে সম্পাদিতব্য চুক্তির শর্তাবলীর বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে উপস্থিত সবাই একমত পোষণ করেন।

error: Content is protected !!