জাতীয় বস্ত্র দিবস ২০২১ উদযাপন ও সম্মাননা প্রদান, বস্ত্র খাতে সব সহযোগিতা করবে মন্ত্রণালয়: বস্ত্র ও পাটমন্ত্রী।
বস্ত্রখাতের সাত সংগঠনকে সম্মাননা দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস (কোভিড ১৯) বিপর্যয়ের অভিঘাতে বস্ত্রখাত রক্ষায় অবদান রাখায় এই সাত প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।
শনিবার (৪ ডিসেম্বর) ‘জাতীয় বস্ত্র দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেছেন, বস্ত্র খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সব ধরনের সহযোগিতায় সদা সচেষ্ট থাকবে মন্ত্রণালয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা বস্ত্র ও পাট মন্ত্রণালয় আপনাদের পাশে থাকবে।
এর আগে সকালে বস্ত্র দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়।উক্ত র্য লীতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম এনডিসি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে- দৈনিক যুগান্তর, যায়যায়দিন, ইত্তেফাক ও কালের কন্ঠ ইত্যাদি। বিস্তারিত…