গত ৭ই ডিসেম্বর ২০২১ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার,বল রুমে বিটিএমএ কর্তৃক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
বিটিএমএ’র প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন নৈশভোজের প্রাক্কালে তার স্বাগত বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু একটি সুখী, সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধশীল সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা তার অনেকটাই বাস্তবায়নে সফলতা অর্জন করতে চলেছি। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা, চেতনা ও পরিকল্পনার বাস্তবায়নে বাংলাদেশের প্রাইমারী টেক্সটাইল খাত তাদের যথার্থ ভূমিকা পালনে এখন পর্যন্ত সক্ষম হয়েছে।
তিনি আরও বরেন, কভিড-১৯ মহামারির তীব্রতার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত ও পলিসি সাপোর্টের কারণে টেক্সটাইল খাত, টেক্সটাইল পণ্যের অন্যতম ভোক্তা তৈরী পোশাক খাতের কভিড-১৯ মোকাবেলা করে তা থেকে উত্তরনে সহায়ক ভূমিকা পালন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই বিটিএমএ ও টেক্সটাইলের জন্য এ বছরটি সফলতা ও গর্বের। এ অর্জন গুলো উদজাপনের লক্ষ্যেই বিটিএমএ এ আয়োজনটি করেছে।
তিনি তার বক্তব্যে আরো উল্লেখ করেন যে বিটিএমএ’র সদস্য মিলগুলি তাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমাদের তৈরী পোশাক খাতটির প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সরকারের প্রতি এখাতের বিকাশে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূরকিরনে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান এবং দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সরকারের আরো সহযোগিতা আশা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব মোঃ ফজলুল হক সাহেব ও বিটিএমএ’র ভাইস-প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং বিটিএমএ’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।