গত ০৩.০৬.২০২২ তারিখে গুলশান ক্লাব ঢাকায় বিটিএমএ’র ভবন নির্মাণ সংক্রান্ত কমিটি Permanent Committee for Construction of BTMA Bhavan এর প্রথম সভা অনুষ্ঠিত হয় । সভায় জনাব মোহাম্মদ আলী খোকন প্রেসিডেন্ট, বিটিএমএ সভাপতিত্ব করেন । বিটিএমএর ক্রয়কৃত জমিতে বাণিজ্যিক ভবন নির্মানের নিমিত্তে সরকারী বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদনের জন্য সভায় আলোচনা করেন। সভায় উক্ত কমিটির নিন্মবর্ণিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন :
১. জনাব শওকত আজিজ রাসেল, প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ- কো-চেয়ারম্যান
২. জনাব আব্দুল্লাহ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ – সদস্য
৩. সৈয়দ এনায়েত কবির, পরিচালক, বিটিএমএ – সদস্য
৪. ইঞ্জিনিয়ার ইশতিহাক আহমেদ সৈকত পরিচালক, বিটিএমএ- সদস্য
৫. জনাব সালেউদজ্জামান খাঁন, পরিচালক, বিটিএমএ- সদস্য
৬. ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, পরিচালক, বিটিএমএ- সদস্য
উক্ত সভায় জনাব মনসুর আহমেদ-অতিরিক্ত পরিচালক ও সিইও ( ইন-চার্জ) , বিটিএমএ ছড়াও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।