গুলশান ক্লাব ঢাকায় বিটিএমএ’র ভবন নির্মাণ সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গত ০৩.০৬.২০২২ তারিখে গুলশান ক্লাব ঢাকায় বিটিএমএ’র ভবন নির্মাণ সংক্রান্ত কমিটি Permanent Committee for Construction of BTMA  Bhavan এর প্রথম সভা অনুষ্ঠিত হয় । সভায় জনাব মোহাম্মদ আলী খোকন প্রেসিডেন্ট,  বিটিএমএ  সভাপতিত্ব করেন । বিটিএমএর ক্রয়কৃত জমিতে বাণিজ্যিক ভবন নির্মানের নিমিত্তে সরকারী বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদনের জন্য সভায় আলোচনা করেন। সভায় উক্ত কমিটির নিন্মবর্ণিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন :

১. জনাব শওকত আজিজ রাসেল, প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ- কো-চেয়ারম্যান

২. জনাব আব্দুল্লাহ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ – সদস্য

৩. সৈয়দ এনায়েত কবির, পরিচালক, বিটিএমএ – সদস্য

৪. ইঞ্জিনিয়ার ইশতিহাক আহমেদ সৈকত    পরিচালক, বিটিএমএ- সদস্য

৫. জনাব সালেউদজ্জামান খাঁন, পরিচালক, বিটিএমএ- সদস্য

৬. ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, পরিচালক, বিটিএমএ- সদস্য

উক্ত সভায় জনাব মনসুর আহমেদ-অতিরিক্ত পরিচালক ও সিইও ( ইন-চার্জ) , বিটিএমএ ছড়াও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!