কাষ্টমস ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনারেট এর সাথে বিটিএমএর মতবিনিময় সভা

SRO-120 এর অধীনে সদস্যমিল কর্তৃক আমদানিকৃত Spare Parts, Dyes Chemicals ও উপকরন ছাড় করনের সময়ে সংশ্লিষ্ট শুল্ক স্টেশন প্রদত্ত অঙ্গীকারনামা অবমুক্ত করণের জন্য কাষ্টমস ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনারেট দপ্তর থেকে পরিশিষ্ট-৩ অনুযায়ী প্রত্যয়নপত্র গ্রহণে সৃষ্ট জটিলতা নিরসন ও প্রত্যয়ন পত্র প্রাপ্তি সহজতর করনের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর একদল প্রতিনিধি দল কাষ্টমস ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনারেটে আজ ৩১-০১-২০২১ ইং তারিখে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে ।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিটিএমএর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব ফজলুল হক । কাষ্টমস ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনারেট এর পক্ষে সভাপতিত্ব করেন সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ এনামুল হক । মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মোশারফ হোসেন ও জনাব মনির হোসেন  এবং বিটিএমএর সাব- কমিটি (Development of the Local Spinning & Weaving Mills of BTMA) এর সম্মানিত চেয়্যারম্যান জনাব খোরশেদ আলম সহ বিটিএমএর অতিরিক্ত পরিচারক ও সিইও (ইনচার্জ) জনাব মনসুর আহমেদ ও সেক্রেটারিয়েটের কর্মকর্তাবৃন্দ ।