এফবিসিসিআই এর ‘কেমন বাজেট’ অনুষ্ঠানে, বিটিএমএ ভাইস-প্রেসিডেন্ট, জনাব আব্দুল্লাহ- আল মামুন এর বক্তব্য

গত ৩০ শে মার্চ এফবিসিসিআই হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা তে একটি বস্তুনিষ্ঠ, জনবান্ধব ও বিনিয়োগ বান্ধব বাজেট তৈরিতে ‘কেমন বাজেট’ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিটিএমএ ভাইস-প্রেসিডেন্ট, জনাব আব্দুল্লাহ- আল মামুন বক্তব্য প্রদান করেন। বিটিএমএ ভাইস-প্রেসিডেন্ট আলোচনার সময় জানান যে, দুই যুগেরও বেশি সময় থেকে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের সমান্তরাল বিকাশ দেশের রপ্তানি আয় অর্জন ও দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করার ক্ষেত্রে সর্বোচ্চ  অবদান রেখে আসছে।  কভিড-১৯ জনিত  প্রেক্ষাপটেও  এ দুটি খাতের প্রবৃদ্ধি  ব্যাহত হয়নি। এর  সিংহভাগ  কৃতিত্ব  বাংলাদেশের প্রাইমারী টেক্সটাইল  সেক্টরে গড়া উঠা  একটি কার্যকর ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি ও সরকারের কতিপয় সময়োচিত পদক্ষেপ। তিনি প্রাইমারী টেক্সটাইল সেক্টর বিশেষত: ওভেন উপখাতটিকে বিশেষ বিবেচনায় নিয়ে ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বিটিএমএ’র নিন্মোক্ত বিষয়গুলোর প্রতিফলন থাকা আবশ্যক বলে মনে করেন :

১। ওভেন উপখাতে বিনিয়োগ আকর্ষণের জন্য ৫০০০ কোটি টাকার তহবিল গঠন এবং উক্ত তহবিল থেকে মেশিনারীজ আমদানির জন্য EDF এর অনুরূপ সুদের হারে ঋণ বরাদ্দকরণ।

২। ওভেন উপখাতে আমাদের যে বিরাট সম্ভাবনা রয়েছে তাকে ব্যবহারের মাধ্যমে রপ্তানিমুখী তৈরী পোশাকখাতের প্রয়োজনীয় ফেব্রিকের অন্তত ৭০ শতাংশ যোগান দেয়ার লক্ষ্যে ওভেন খাতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য আগামী ১০ বছরের জন্য রপ্তানিমুখী উইভিং মিলগুলিকে ২৫ শতাংশ বিকল্প নগদ সহায়তা প্রদান । উল্লেখ্য যে, টেক্সটাইল খাতে  সরকার কর্তৃক প্রদত্ত  ২৫ শতাংশ বিকল্প নগদ সহায়তা যখন প্রথম দেয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন হচ্ছে আমাদের বর্তমান স্পিনিং উপখাতের প্রবৃদ্ধি ও সক্ষমতা।

৩। উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলের ক্যাপিটাল মেশিনারীজ ও স্পেয়ার পার্টস,সুতা তৈরীর যাবতীয় কাঁচামাল তথা যে কোন ফাইবার, Re-cycled Fibre রং-রসায়নকে সম্পূর্ণ শুল্ক ও করমুক্ত ভাবে আমদানির সুবিধা প্রদান।

৪।ডেনিম খাতকে বিশেষায়িত খাত হিসাবে  চিহ্নিত করে ডেনিম রপ্তানিতে ন্যুনতম ৮ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদানকরণ।

৫। ওভেন উপখাতে বিনিয়োগের উপর  Tax Holiday প্রদান ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ জসিম উদ্দিন, প্রেসিডেন্ট এফবিসিসিআই, উপস্থিত সরকারের সম্মানিত নীতি নির্ধারকবৃন্দ, শ্রদ্ধাভাজন অর্থনীতিবিদবৃন্দ, খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্পপতিবৃন্দ এবং এফবিসিসিআই’র সম্মানীত পরিচালকবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।