এফবিসিআই এর উদ্যোগে “Mitigation of the Impact of Energy Crisis on the Industrial Sector” শীর্ষক অনুষ্ঠানে বিটিএমএ প্রেসিডেন্ট, মোহাম্মদ আলী খোকন

আজ ২৩শে অক্টোবর, ২০২২ তারিখ গুলশানের হোটেল দ্যা ওয়েসটিন এফবিসিআই এর উদ্যোগে“Mitigation of the Impact of EnergyCrisis on the Industrial Sector” এর উপর এক সভা অনুষ্ঠিতহয়। সভায়সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর power, Energy and Mineral resources Affairs বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, বীর বিক্রম । সভায় বিজিএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই, বিসিআই ও অন্যান্য ষ্টেক হোল্ডারদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিটিএমএর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন বক্তব্য রাখেন।
বিটিএমএ’র প্রেসিডেন্ট জানান যে, গ্যাসেরঅপর্যাপ্ত ও কোন কোন ক্ষেত্রে সরবরাহ বন্ধ থাকায় ১লক্ষ ৭০ হাজার কোটি টাকার টেক্সটাইল খাতের বিনিয়োগ হুমকীর সম্মূখীন। তিনি মাননীয় উপদেষ্টা মহোদয়কে যে কোনভাবে দেশের গ্যাস পাইপলাইনে এলএনজি সংমিশ্রনের মাধ্যমে শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিক করার অনুরোধ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ড. তৌফিক-ই-ইলাহী, বীর বিক্রমকে অনুরোধ করে বলেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যম আমাদের টেক্সটাইল/ইন্ডাষ্ট্রি গুলোতে পর্যাপ্ত গ্যাসসরবরাহ নিশ্চিতে রব্যবস্থা করুন, বিনিময়ে আমরা সরকারকে বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করার ব্যবস্থা করব। তিনি বলেন এর ফলে মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালে বাংলাদেশকে যে অবস্থানে দেখতে চাচ্ছেন টেক্সটাইল খাত তা অর্জনে সহায়ক ভূূমিকা রাখতে পারবে।

error: Content is protected !!