আজ বুধবার, ২৭ শে অক্টোবর, ২০২১ তারিখ দুপুর ২.০০ টায় বিটিএমএ’র কাওরান বাজারের ইউটিসি ভবনের লেবেল-৮ এ বিটিএমএ অফিসের কনফারেন্স রুমে টেক্সটাইল সেক্টরের সুতাসহ রং-রসায়নের মূল্য বৃদ্ধি সম্পর্কিত একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন ও বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন সহ বিটিএমএ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিরাজগঞ্জ, চৌয়ালা, নরসিংদি, মাধবদি এলাকাসহ অণ্যান্য এলাকার প্রান্তিক তাতীদের নেতৃত্বস্থানিয় প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!